মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ - ১৪:৫৭
আত্মরক্ষার জন্য ইরানের কারও অনুমতি প্রয়োজন নেই

আত্মরক্ষার প্রশ্নে ইরান কারও অনুমতির ধার ধারে না বলে মন্তব্য করেছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ‘কাউসার’, ‘জাফার-২’ ও ‘পায়া’ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ এবং সেগুলো থেকে প্রথম সংকেত প্রাপ্তিকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। এ উপলক্ষে তিনি ইরানের মহাকাশ শিল্পের তরুণ বিজ্ঞানী ও সাধারণ জনগণকে অভিনন্দন জানান।

কালিবাফ বলেন, এসব স্যাটেলাইট জ্ঞানভিত্তিক কোম্পানি ও বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রগুলোতে দেশের মেধাবী তরুণদের দ্বারা নির্মিত হয়েছে। তাদের সাফল্য আবারও প্রমাণ করেছে যে ‘আমরা পারি’—এই স্লোগান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবতার প্রতিফলন।

তিনি আরও বলেন, “কোনো শক্তিই ইরান ও ইরানি জাতির অগ্রযাত্রা থামাতে সক্ষম নয়। উদাহরণস্বরূপ, শুধু জাফার-২ স্যাটেলাইট নির্মাণেই ইরানি বিজ্ঞানীরা প্রায় ৩ লাখ ৪০ হাজার ঘণ্টা বিশেষায়িত শ্রম দিয়েছেন এবং উন্নয়ন পর্যায়ে ডজনখানেক জটিল যন্ত্রাংশের নকশা ও উৎপাদন সম্পন্ন করা হয়েছে।”

বক্তব্যের আরেক অংশে সংসদ স্পিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা নীতির ওপর জোর দিয়ে বলেন, “ইরান আত্মরক্ষার জন্য কারও অনুমতি নেয় না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানি জাতির বিরুদ্ধে যেকোনো দুঃসাহসিকতা বা আগ্রাসনের জবাব হবে ব্যাপক, দৃঢ়, আপসহীন এবং অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিত। জাতীয় স্বার্থ সুরক্ষা ও বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে ইরানের সিদ্ধান্ত ও পদক্ষেপ সবসময় অতীতের প্রতিক্রিয়ার অনুরূপ বা পূর্বানুমানযোগ্য হবে—এমনটি নয়।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha